নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি-পুলিশ সমন্বয় বৈঠক চলছে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ২:২২ অপরাহ্ণ

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা সভা শুরু করেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ আইজিপি, বিজিবি ডিজি, আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই ও ডিজিএফআইয়ের ডিজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য অংশগ্রহণ করেছেন।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এই বৈঠকটি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক হিসেবে আয়োজন করা হয়েছে। বৈঠকে ইসির চার কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভোটের নিরাপত্তা, কেন্দ্রের পর্যবেক্ষণ ও নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh