কিশোরগঞ্জের বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২:০৬ অপরাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন।

ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক ছিলেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই বৈরী সময়ে কেন এই দলে যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’

তবে কী পদ্ধতিতে, কার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিলেন, এই প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh