সব
স্বদেশ বিদেশ ডট কম
নারী বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালের রোমাঞ্চে শুরুতেই পানি ঢেলে দিয়েছে বৃষ্টি! মুম্বাইয়ে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি।
রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ে টস হয় বিকেল ৫টায়। যেখানে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রোটিয়ারা।
ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমানজত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণি ও রেণুকা সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা ওলভার্ড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানেকে বোশ, সুনে লুউস, মারিজান ক্যাপ, অ্যানেরি ডারকসেন, সিনালো জাফতা (উইকেটরক্ষক), ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা ও ননকুলুলেকো ম্লাবা।