‘ত্রুটি-বিচ্যুতি’ কাটিয়ে ফের ৪৪তম বিসিএস’র ফল প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১:০৩ অপরাহ্ণ

‘ত্রুটি বিচ্যুতি’ কাটিয়ে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে তৃতীয়বারের মত ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ বিসিএসের ‘পরিবর্ধিত সম্পূরক’ ফল প্রকাশ করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রাত পৌনে ১০টায় বলেন, আগের ফলাফলের কিছু ত্রুটি-বিচ্যুতি দূর করে পরিবর্তিত সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে সম্পূরক ফল প্রকাশ করে পিএসসি।

কিন্তু পরিবর্ধিত সম্পূরক ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রস্তুতের সময় কমিশন জানতে পেরেছে, কিছু প্রার্থী ইতোমধ্যে সুপারিশ পেয়ে বিভিন্ন ক্যাডার পদে নিযুক্ত রয়েছেন এবং ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফল দৃষ্টে পুনরায় একই ক্যাডার কিংবা পছন্দক্রমের নিম্নপদের জন্য মনোনয়নযোগ্য হয়েছেন। এ পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর সংশোধিত বিধি ১৭ এর আওতায় কমিশন তাদের নিয়োগের জন্য সুপারিশ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের পদগুলোতে মেধাক্রম ও প্রচলিত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী সমসংখ্যক প্রার্থীকে বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পরিবর্ধিত সম্পূরক ফলাফলে ক্যাডারের ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সূত্র: বিডিনিউজ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh