সব
স্বদেশ বিদেশ ডট কম
বাংলাদেশিদের বছরে ১৮০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগে ওয়েলসের অর্থনীতিতে শক্তিশালী অবদান
ওয়েলসের রাজধানী কার্ডিফ সিটি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্স (WBCC) আয়োজিত সাউথ ওয়েলস বিজনেস সেমিনার অ্যান্ড এক্সপো ২০২৫। শতাধিক ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীর অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এই এক্সপো দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ সম্ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ওয়েলসের অর্থনীতিতে বাংলাদেশি কমিউনিটির বার্ষিক অবদান প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি ওয়েলস-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল আলিম। পরিচালনায় ছিলেন ডিরেক্টর জেনারেল ইমতিয়াজ হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলসের লর্ড লেফটেন্যান্ট মিসেস লুইস ফ্লিট, বাংলাদেশের হাইকমিশনার হার এক্সেলেন্সি আবিদা ইসলাম, ওয়েলস বিষয়ক সচিব Jo Stevens MP, এবং ওয়েলস সরকারের অর্থমন্ত্রী মার্ক ড্রেকফোর্ড।
বক্তারা ওয়েলসে বাংলাদেশি কমিউনিটির অবদানকে গভীরভাবে প্রশংসা করেন। অর্থমন্ত্রী ড্রেকফোর্ড বলেন, “ওয়েলসে বাংলাদেশিরা যে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, তা আমাদের সরকারের জন্য গর্বের বিষয়।”
ওয়েলস বিষয়ক সচিব জো স্টিভেন্স এমপি মন্তব্য করেন, “ওয়েলসের ফিনটেক কোম্পানি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত—বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগের যে সম্পর্ক গড়ে উঠেছে, তা ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতৃত্ব ছাড়া সম্ভব হতো না।”
বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে চেম্বারটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে অসাধারণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন সবসময় তাদের পাশে থাকবে।”
দুই ঘণ্টার মধ্যাহ্ন বিরতির পর অনুষ্ঠিত হয় স্পনসর প্রেজেন্টেশন সেশন। এতে অংশ নেয় ParcTaxi, University of South Wales, Euro Foods Group, Smart Move Education Group এবং Mutual Trust Bank PLC।
Euro Foods Group–এর চেয়ারম্যান সেলিম হুসাইন MBE বলেন, প্রবাসী বাংলাদেশিরা এখন ওয়েলসের খাদ্য ও খুচরা ব্যবসার অন্যতম চালিকাশক্তি।
Smart Move Education Group–এর প্রতিনিধি মোহাম্মদ হাসান জানান, তাদের শিক্ষা কার্যক্রম তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Mutual Trust Bank PLC বাংলাদেশের ব্যাংকিং সেবা প্রবাসীদের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগ তুলে ধরে।
চেম্বারের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা দেলোয়ার এ. হুসাইন বলেন, “প্রবাসী বাংলাদেশিরা এখন দেশের ব্যাংকিং খাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন। এই উদ্যোগ তাদের জন্য বড় সুযোগ তৈরি করবে।”
ইভেন্টের পার্টনার হিসেবে ছিল University of South Wales ও ParcTaxi, এবং স্পনসরদের মধ্যে ছিল Mutual Trust Bank PLC, Euro Foods Group, Smart Move Education Group ও Crown Farms।
অনুষ্ঠানে ডব্লিউবিসিসির পরিচালক পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ, আহমেদ আলি, আব্দুল লতিফ, মিনাজ আলী জেপি, ইয়াহিয়া হাসান, আজিজ আহমেদ চৌধুরী, ফাইসাল রাহমান, শাহ শাফি, রোজিনা আলিম, আফজাল খান, মোহাম্মদ জাব আলি, শাহজাহান, মোহাম্মদ বদরুল ইসলাম, সাদিক মিয়া এবং তরুণ উদ্যোক্তা ইমরান জব্বার প্রমুখ।
বক্তারা একমত হন যে, ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্স দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে এবং প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক শক্তি এখন ওয়েলসের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।