সব
স্বদেশ বিদেশ ডট কম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নবেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে দূরপাল্লার বাসগুলোতে যাত্রী সংখ্যা কিছুটা কমে গেছে।
এদিন সকাল থেকে প্রায় সব ধরনের গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম।
ওমর ফরুক নামের একজন গণমাধ্যমকে বলেন, জরুরি কাজ থাকায় বের হয়েছি। রাস্তায় গাড়ি অনেক, কিন্তু মনের মধ্যে ভয় কাজ করছে—কখন কী হয় বলা যায় না। এখন আবার গাড়ি পোড়ানোর রাজনীতি শুরু হয়েছে, মানুষের জীবনের দাম যেন নেই।
সায়েদাবাদ টার্মিনাল এলাকাতে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অবশ্য বাসগুলোর বেশিরভাগই ফাঁকা।
একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার নাহিদ হাসান বলেন, সাধারণ দিনে সকাল ৯টার আগেই ১০-১২টা গাড়ি ছেড়ে যায়, আর লাকসাম থেকেও গাড়ি আসে। আজ যাত্রী না থাকায় এখনও কোনো বাস ছেড়ে যায়নি।