সব
স্বদেশ বিদেশ ডট কম

শ্রম আইনের নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করা যাবে।
সরকারের লেজিসেলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সোমবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট জারি করেছে।
ওই অধ্যাদেশে বলা হয়েছে, “কোনো প্রতিষ্ঠানে কর্মরত অন্যূন ২০জন শ্রমিক একত্রিত হয়ে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের জন্য আবেদন করতে পারবে”।
এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ২০ থেক ৩০০ জন পর্যন্ত হলে কমপক্ষে ২০ জন এক হয়েই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের আবেদন করতে পারবেন।
আর ৩০১ থেকে ৫০০ জন হলে ৪০ জন, ৫০১ থেকে ১৫০০ জন হলে ১০০ জন, ১৫০১ হতে ৩০০০ পর্যন্ত হলে ৩০০ জন এবং ৩০০১ জন থেকে তদূর্ধ্ব হলে ৪০০ জন মিলে এই আবেদন করতে পারবেন।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে এমনভাবে কোনো কাজ বা উৎপাদন প্রক্রিয়া চালানো এবং পণ্য সংরক্ষণ করা যাবে না, যা শারীরিক আঘাতের কারণ হতে পারে।
এছাড়া কোনো মালিককে কোনা শ্রমিক যদিও জানান যে কোনো একটি কাজ বা কাজের পদ্ধতি তার জীবন বা স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ঘটাতে হবে তাহলে কোনো মালিক সেই শ্রমিককে এমন বিপজ্জনক কাজ করতে বাধ্য করতে পারবেন না।
এর আগে কারখানার ২০ জন শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে প্রস্তাবিত শ্রম আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা।
গত ২৮শে অক্টোবর এক সংবাদ সম্মেলনে সাত ব্যবসায়ী সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে, শিল্পে অন্তর্দ্বন্দ্ব বাড়বে, উৎপাদন ব্যাহত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারাও এক সংবাদ সম্মেলনে এই বিধানে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন।