মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ রচিত হলো নতুন ইতিহাস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

এই ঐতিহাসিক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের দ্বিতীয় টেস্টে বুধবার (১৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এদিকে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে কোনো ক্রিকেটার এখন পর্যন্ত ১০০ টেস্ট খেলেননি। ফলে মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন।

২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। গত ২০ বছরেরও বেশি সময়ে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এই দুই দশকের বেশি সময়ে মুশফিক করেছেন ১২টি সেঞ্চুরি এবং ২৭টি ফিফটি। টেস্টে তার রান ৬ হাজার ৩৫১। সর্বোচ্চ অপরাজিত ২১৯। বাংলাদেশের একমাত্র ব‍্যাটসম‍্যান হিসেবে তিনি করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি।

এদিকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন এসেছে। হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। আয়ারল্যান্ড দলে এসেছে একটি পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্ডান নিল, ম্যাথু হামফ্রেস ও গ্যাভিন হোয়ে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh