লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ


লেবাননের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প ‘আইন আল-হিলওয়েহ’-এ ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সাইদার উপকণ্ঠে একটি মসজিদের গাড়ি পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ১৩ জন নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইসরায়েল দাবি করেছে, হামলাটির লক্ষ্য ছিল ক্যাম্পে সক্রিয় হামাস সদস্যরা। তবে হামাস এ দাবি অস্বীকার করে বলেছে, ক্যাম্পে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং এই হামলা ছিল নিরীহ মানুষের ওপর বর্বর আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পরদিন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করলে সীমান্ত উত্তেজনা আরও বাড়ে। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এরপরও নিয়মিত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় ২৭০ জন নিহত ও ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের বাহিনী দক্ষিণ লেবানন ছাড়ার কথা থাকলেও তা হয়নি। লেবাননের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন চুক্তি পালনে সর্বোচ্চ চেষ্টা করলেও ইসরায়েল এখনো সমঝোতার শর্ত মানছে না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh