খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলির ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এন্ডোসকপি করা হয়। মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে এ প্রক্রিয়া জরুরি হয়ে ওঠে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা উন্নত নয় বলেই বিভিন্ন সময় জানিয়েছেন বিএনপি নেতারা।

তার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ঢাকায় এসে চিকিৎসা পর্যালোচনা করছে। তাদের মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় যে, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন।

খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে কারিগরি রক্ষণাবেক্ষণজনিত কারণে সেটি পাঠাতে জটিলতা দেখা দেয়।

বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে বলে জানা গেছে।

গত জানুয়ারিতে চিকিৎসার উদ্দেশে লন্ডনে যাওয়ার সময়ও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয়েছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh