সব
স্বদেশ বিদেশ ডট কম

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সকাল ৬টায় সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার চিত্র ও জনজীবনে প্রভাব
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে রয়েছে। সোমবার ছিল ১০ দশমিক ছয় ডিগ্রি, রোববার ছিল ১০ দশমিক পাঁচ ডিগ্রি ও শনিবার ছিল ১০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার বিভিন্ন এলাকা। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। শীতের তীব্রতা বাড়ায় মানুষের চলাচলও ছিল সীমিত। অনেকেই গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থান করছেন।
শীতজনিত রোগের প্রকোপ
শীতের তীব্রতা বাড়ার কারণে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি ও শ্বাসকষ্টে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন, ফলে স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসে উচ্চ আর্দ্রতা থাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে।
তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোবাবর সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পাঁচ দিনের আবহাওয়ার চিত্র
আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, আগামী পাঁচ দিন (রোববার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রতিদিনের আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পূর্বাভাস
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায়ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, শুষ্ক আবহাওয়া এবং অপরিবর্তিত তাপমাত্রা অব্যাহত থাকবে।
ঢাকার আবহাওয়া
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘমুক্ত থাকতে পারে বলে জানানো হয়েছে।
৬ ঘণ্টার পূর্বাভাস ও তাপমাত্রা
পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘমুক্ত থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
সময়সূচি ও নদীবন্দরের সতর্কবার্তা
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে। আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।