ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত পর্যায়ে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া সংশোধন ও চূড়ান্তকরণ এখন শেষ ধাপে। খসড়া নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন মহল থেকে প্রাপ্ত পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার আলোকে যাচাই করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি প্রক্রিয়ায় ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে নির্ধারিত সময়ে ৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী ভর্তির নিশ্চয়ন সম্পন্ন করেন। শিক্ষক প্রতিনিধিদের আশা, আগামী ১ জানুয়ারি থেকেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবার সচেতন থাকা জরুরি।

এর আগে, গত রবিবার রাজধানীর হাইকোর্ট-মৎস্য ভবন সড়কে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচি এখনও চলমান রয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভূক্ত সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh