সব
স্বদেশ বিদেশ ডট কম
নোয়াখালীতে টার্মিনালে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার(১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সোনাপুর বাস টার্মিনালের উত্তর পাশে সড়কের ধারে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস পার্কিং করে চালক ও তার সহকারী বাইরে যান। রাত পৌনে ১০টার দিকে সড়ক দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে স্থানীয় লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “চালকের সহকারীরা বাসের ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে রেখে বাইরে খাবার খেতে যান। কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, আগুনে বাসটির চার থেকে পাঁচটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।