ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে আসিফ নজরুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ণ

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম সরকারি কার্যক্রম শুরু করেছেন আসিফ নজরুল। এ উপলক্ষে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সফর করেন এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার দায়িত্বেও থাকা আসিফ নজরুল জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সীমিত সময়ের মধ্যেই ক্রীড়া খাতের মূল সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন তিনি।

তিনি বলেন, ‘আজ বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসে ক্রীড়াক্ষেত্রের মৌলিক বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে, অতীতে সব ফেডারেশন সমান গুরুত্ব পায়নি।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কেবল আন্তর্জাতিক সাফল্যই ক্রীড়া উন্নয়নের একমাত্র মাপকাঠি হতে পারে না।

আসিফ নজরুল আরও বলেন, ‘সব সময় যদি ক্রীড়াকে এলিটিজমের মধ্যে আটকে রাখি, তাহলে সেটি আর ক্রীড়া থাকে না। আমাদের সাধারণ মানুষের কথা ভাবতে হবে এবং যেসব খেলা জনগণের মধ্যে সত্যিকারের জনপ্রিয়, সেগুলোর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে হবে।’

এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নতুন ক্রীড়া উপদেষ্টা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh