সব
স্বদেশ বিদেশ ডট কম
মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে হিন্দু এইড ইউকে ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার গ্রেটার লন্ডনের বার্কিংসাইডে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করে। এতে কমিউনিটির বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত অর্থ পুনর্বাসনমূলক প্রকল্পসহ নানা মানবিক কাজে এবং অসহায় মানুষের সহায়তায় ব্যয় করা হবে। পুরো আয়োজনে সংগঠনের মূল আদর্শ—“মানবসেবাই ঈশ্বরসেবা”—স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় সহ-সমন্বয়ক নন্দিতা সাহার পরিচিতি বক্তব্যের মাধ্যমে। এরপর কমল সাহার ভক্তিমূলক গীতা পাঠে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। প্রধান সমন্বয়ক ড. সুকান্ত মৈত্র স্বাগত বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সমাজসেবায় সম্মিলিত উদ্যোগের গুরুত্বের কথা বলেন।
সাবেক প্রধান সমন্বয়ক মিহির সরকার (FCCA) সংস্থার কার্যক্রম ও দর্শন নিয়ে আলোচনা করেন। সহ-সমন্বয়ক অনুপম সাহা চলমান ও ভবিষ্যৎ মানবিক প্রকল্পগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
আলোচনা পর্বে বক্তারা বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়—বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা, নির্মম হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে আসে। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর ওপর দলবদ্ধ হামলার বিষয়েও উদ্বেগ জানানো হয়; ছায়ানট, উদীচীসহ সাংস্কৃতিক সংগঠনগুলোর নিরাপত্তা নিয়ে বক্তারা গুরুত্ব আরোপ করেন।
সাংস্কৃতিক পর্বে সঞ্জিতা দত্ত, দেবমিতা চক্রবর্তী ও সঞ্জয় ঘোষ মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। সহ-সমন্বয়ক দীপ শর্মা মিডিয়া ও প্রচারের গুরুত্ব নিয়ে বক্তব্য রেখে সংগঠনের কার্যক্রম সবার কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ দিকে শম্পা কুন্ডু ও বিজয় সরকার সংগীত পরিবেশন করেন। সহ-সমন্বয়ক অজিত সাহা সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, প্রকল্প ও তহবিল সংগ্রহের আহ্বান জানিয়ে মানবিক কাজে পাশে থাকার অনুরোধ করেন।
বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানিয়ে শিশুদের একটি প্রাণবন্ত নৃত্য পরিবেশনাও ছিল আয়োজনের অংশ। সমাপ্তি পর্বে ইভেন্ট সহ-সমন্বয়ক চিন্ময় চৌধুরী আয়োজক, শিল্পী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। দর্শকদের অনুরোধে ব্রিটেনের প্রখ্যাত সংগীতশিল্পী হাসি রাণী সংগীত পরিবেশন করেন।
শেষপর্বে অনুপম সাহা, ড. সুকান্ত মৈত্র ও চিন্ময় চৌধুরীর উদ্যোগে স্পনসরদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং ফটো সেশন অনুষ্ঠিত হয়। রাফেল ড্র-এর মাধ্যমে সংগৃহীত অর্থ মানবতার কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন তন্ময়া তানিয়া। হিন্দু এইড ইউকে-এর পক্ষ থেকে সকল শিল্পী, সহ-সমন্বয়ক, স্পনসর, স্বেচ্ছাসেবক ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।