বিপিএলের ১২তম আসরে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা

মারুফ হাসান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে,

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসর। উদ্বোধনী দিনের শুরুতেই এই ভিন্নধর্মী সম্মান জানানো হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানকার একটি হাসপাতালে গত ১৮ ডিসেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে আগে থেকেই শোক প্রকাশ করে ফেসবুক পোস্ট দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের উদ্বোধনী দিনেও তাকে স্মরণ করে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়।

এক মিনিট নীরবতা পালনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বেলুন উড়িয়ে বিপিএলের ১২তম আসরের উদ্বোধন ঘোষণা করা হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বর্ণিল আয়োজন।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটানস-এর মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচের আগে এই আনুষ্ঠানিকতা আয়োজন করে বিসিবি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার ওয়াকার ইউনুস।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী দিনকে আরও আকর্ষণীয় করতে দ্বিতীয় ম্যাচের আগে প্রায় ৪৫ মিনিটের বাড়তি আয়োজন রেখেছে বিসিবি। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফুয়াদ আল মুক্তাদির। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকেন অভিনয় শিল্পী তানজিন তিশা।

সব মিলিয়ে, শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে শুরু হওয়া বিপিএলের এবারের আসর ক্রিকেটের পাশাপাশি আবেগ ও শ্রদ্ধার এক ভিন্ন মাত্রা যোগ করল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh