বিপিএলে নবাগত নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

বোলারদের দাপট আর ওপেনার মির্জা তাহির বেগের ফিফটিতে বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারাল চট্টগ্রাম রয়্যালস। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ৬৫ রানের দাপুটে জয়ে আসর শুরু করল বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে যায় নোয়াখালী।

১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা মন্দ ছিল না। তবে ওপেনার হাবিবুর রহমান সোহান (১৫) শরিফুল ইসলামের শিকার হওয়ার পরই দ্রুত বিদায় নেন সাব্বির হোসেন ও অধিনায়ক সৈকত আলী। দলের বিপদে ভরসা হতে পারেননি জাকের আলী অনিকও, মাত্র ৬ রান করে শেখ মেহেদীর স্পিনে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন তিনি।

মাঝপথে ওপেনার মাজ সাদাকাত (৩৮) এবং আবু হায়দার রনি (২৮) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। চট্টগ্রামের হয়ে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম খরুচে বোলিং করলেও তুলে নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ প্রত্যেকে শিকার করেন ২টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন পাকিস্তানি রিক্রুট মির্জা তাহির বেগ। একপ্রান্ত আগলে রেখে ৬৯ বলের এই ইনিংসে তিনি ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান।

ওপেনিংয়ে নাঈম শেখ (১১) ব্যর্থ হলেও মির্জা বেগের সঙ্গে মাহফিজুল ইসলাম (১৬) ও মাহমুদুল হাসান জয়ের (১৭) ছোট দুটি জুটি চট্টগ্রামকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদী হাসানের ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিও ইনিংসটি দলকে ১৭৪ রান পর্যন্ত পৌঁছে দেয়।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সাব্বির হোসেন ২টি এবং হাসান মাহমুদ, মেহেদী রানা, জহির খান ও মাজ সাদাকাত ১টি করে উইকেট নেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh