পোস্টাল ভোট দিতে প্রায় ৮ লাখ প্রবাসীর নিবন্ধন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নতুন রেকর্ড গড়ল অনলাইন ভোট নিবন্ধন ব্যবস্থা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ৭ লাখ ৯৪ হাজার ৮৩৯ জন নাগরিক সফলভাবে নিবন্ধন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই হালনাগাদ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি মুহূর্তে আবেদনের সংখ্যা বাড়ছে এবং নিবন্ধিত ভোটাররা নিজ নিজ অবস্থান থেকেই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীরা যাতে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীনসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে এই নিবন্ধন কার্যক্রম সচল রয়েছে। এমনকি দেশের ভেতরে অবস্থানরত যেসব ভোটার বিশেষ প্রয়োজনে কেন্দ্রে যেতে পারবেন না, তারাও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন।

ইসি জানিয়েছে, যারা অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন করবেন, তাদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা সেই ব্যালটে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি ফিরতি খামে করে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটগুলো গণনা করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh