হাদি হত্যা: সব বিভাগীয় নগরীতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের সব বিভাগীয় নগরীতে ‘সর্বাত্মক’ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

শনিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালিত হবে।

তবে ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। ফেসবুকে নতুন পোস্টে সংগঠনটি জানায়, শনিবার রাতের বাকি সময়ের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং শাহবাগে রাতে আর কেউ অবস্থান করতে পারবে না।

নতুন ঘোষণায় বলা হয়, “আগামীকাল (রোববার) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।”

উল্লেখ্য, রাজধানীতে গত ১২ ডিসেম্বর গুলিতে নিহত ওসমান হাদীর হত্যাকারীসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দুই দিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। একই দাবিতে শনিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকাতেও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

শনিবার রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়। এর আগে রাতে আন্দোলনস্থলে এসে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

দিনভর শাহবাগে আন্দোলনকারীদের নানা স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ছিল—“আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব”, “আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব”, “শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ”, “এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”, “বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই”, “যেই হাদি জনতার, সেই হাদি মরে না”, “বাংলাদেশের আজাদী, ওসমান হাদি” এবং “সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ”।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh