ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইসি কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল বাছির,

  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ

গত ৫ জানুয়ারি ২০২৬ সোমবার সন্ধ্যায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উন্নয়ন সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

সভায় গত ৯ নভেম্বর রবিবার ২০২৫ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে এডুকেশনাল অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি, সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ঢাকাদক্ষিণবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বৃটেনে ঢাকাদক্ষিণ হাউস থেকে রেন্ট বাবৎ সংগৃহিত পাউন্ড দিয়ে বাংলাদেশে প্রতিটি গ্রামে ঘরহীন মানুষের মধ‍্যে পর্যায়ক্রমে ঘর নির্মান করে দেয়ার সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় ঘর নির্মাণ সম্পন্ন হতে যাচ্ছে।

ইনশাআল্লাহ আগামী মাসে নতুন আরো একটি ঘর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।প্রতি বছরের ন্যায় এবারও রামাদান যাকাত ফান্ডে তহবিল সংগ্রহ করা হবে এবং যাকাত তহবিল সংগ্রহের জন্য প্রতিটি গ্রামের প্রতিনিধি কার্যনির্বাহী কমিটির সদস্যদের দ্বায়িত্ব দেয়া হয়েছে।ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সম্মানিত সকল সদস্যের কাছে বিনীত অনুরোধ আপনারা প্রতি বছরের ন্যায় এবছরও রামাদান যাকাত ফান্ডে অনুদান প্রদান করে পবিত্র এই মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মঙ্গল করুন, আমিন।

সভায় কোরআন তেলাওয়াত করেন সহকারী ট্রেজারার মোঃ ছাদেক আহমদ, সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সম্মানিত উপদেষ্টাগণের মধ্যে আতাউর রহমান আঙ্গুর মিয়া, নুরউদ্দিন শানুর, আলাউদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন লেবু, আমিনুর খান।সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh