দীর্ঘদিনের প্রেম, অতঃপর বিয়ের পিঁড়িতে পার্থ শেখ

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ

ছোটপর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ। গেল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে বিয়ের পিঁড়িতে বসে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে আপন করলেন তিনি।

পাত্রীর নাম সামিহা রহমান শামা, বর্তমান তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। পড়াশোনা শেষ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। পার্থের দীর্ঘদিনের প্রেমিকা ছিলেন শামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ। গেল বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন এই অভিনয়শিল্পী।

গণমাধ্যমকে পার্থ জানান, আপাতত ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বড় পরিসরে একটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, পার্থ শেখের ক্যারিয়ার শুরু হয়েছিল নির্মাতা হিসেবে। তবে এ নির্মাণ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যে মডেলিং ও অভিনয়ের মাধ্যমেও খ্যতি অর্জন করেন তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh