রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ ৩ জন নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিংয়ে জুট মিলের শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়।

নিহতরা হলেন– স্থানীয় ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে জব্বার মোল্লা ও মুসা মোল্লা; একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। তারা জনতা জুট মিলের শ্রমিক।

এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh