হৃদয়ে ৭১ এর আয়োজনে লন্ডনে দু‘দিনব্যাপী আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট  ও  উত্তোরণের উপায় নিয়ে আগামী ১৬ ও ১৭ জানুয়ারী ২০২৬, লন্ডন ভিত্তিক  সিভিল সোসাইটি গ্রুপ হৃদয়ে৭১//71@Heart আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে দু‘দিন ব্যাপী আন্তর্জাতিক  ভার্চুয়াল সম্মেলন।

অনুষ্টিতব্য এই সম্মেলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন যুক্তরাজ্যস্থ ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের মার্কেটিং ডাইরেক্টর ক্রিস ব্ল্যাকবার্ণ, ফ্রান্সের কোট দ্য জুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক ড. এস এম মাসুম বিল্লাহ, জার্মানির হীলব্রুন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ড. জোবাইদা নাসরীন, ব্রাসেলস এসএডিএফ-এর ইডি সাবেক এমইপি পাওলো কাসাকা, পোল্যান্ড নেভার এগেইন এসোসিয়েশন এবং মাইনরিটিস ফর পিস-এর প্রতিনিধি নাটালিয়া সিনেইভা-পাকাওয়াস্কি, কানাডার জিসিডিজির প্রেসিডেন্ট, (বাংলাদেশের) সাবেক সাংসদ ডা. এম হাবিবে মিল্লাত এবং যুক্তরাষ্ট্রের ডিসিএসডিবির প্রেসিডেন্ট, একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ড. নুরান নবী প্রমুখ বিশেষজ্ঞরা।

এই সম্মেলন থেকে আসতে পারে  বাংলাদেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন সংবাদ মাধ্যমের স্বাধীনতা  সহ একাধিক বিষয়ে  লন্ডন ঘোষনা।

আয়োজকরা জানিয়েছেন দু‘দিন ব্যাপী এই সমম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্থ থেকে অংশ নেবেন সাংবাদিক, মানবাধিকার কর্মি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ইতমধ্যেই কয়েকটি দেশে চলছে এর প্রস্তুতি।

দুদিন ব্যাপী এই সম্মেলনে সভাপতিত্ব করবেন  হৃদয়ে৭১-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, ডাকসুর সাবেক সদস্য,  লেখক-গবেষক দেওয়ান গৌস সুলতান।

ক্যাপশনঃ ছবি আছে।

( ১২জানুয়ারী ২০২৫।)

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh