প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ সন্ধ্যায়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১:৪১ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার সন্ধ্যায় সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টার দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সাক্ষাৎ হয়। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh