সব
আন্তর্জাতিক ডেস্ক,

যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেট হয়ে ঢাকার ফ্লাইট স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, তা পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি পল ওয়া।
তিনি বৃহস্পতিবার হাউস অব কমন্সে বলেছেন, তার সংসদীয় এলাকা রচডেলে, পুরো উত্তর-পশ্চিমাঞ্চল এবং স্কটল্যান্ড ও মিডল্যান্ডসের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ম্যানচেস্টার থেকে সিলেটগামী বিমানের সরাসরি ফ্লাইটের ওপর নির্ভর করে। কিন্তু হঠাৎ করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেই রুট স্থগিত করার ঘোষণা দিয়েছে।
“তাতে করে আমাদের দুই দেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্যের সঙ্গে যুক্ত পরিবার ও ব্যবসায়ীরা যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে এখন লন্ডন হয়ে যাতায়াত করছে, কিন্তু তাতে বড় অংকের বাড়তি খরচ গুনতে হচ্ছে।”
এই ব্রিটিশ এমপি হাউস অব কমন্সে জানতে চান, তার ও যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের এমপিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হাউজ অব কমন্সের নেতা ফ্লাইট চালু রাখতে বিমানের প্রতি আহ্বান জানাবেন কি না।
জবাবে নিম্নকক্ষের নেতা অ্যালান ক্যাম্পবেল বলেন, “এই ফ্লাইট পুনর্বহালের প্রশ্নে এত শক্তিশালী যুক্তি তুলে ধরার জন্য আমি আমার সম্মানিত বন্ধুকে ধন্যবাদ জানাই। পরিবার-পরিজনের সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে—বিশেষ করে শোকের সময় এবং ব্যবসার জন্য এই ধরনের সংযোগপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“রচডেল ও পুরো অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ বিষয়টি নিয়ে কতটা গভীর অনুভূতি রয়েছে, তা আজ আমার সম্মানিত বন্ধুর বক্তব্যের মাধ্যমে এয়ারলাইনটি শুনেছে বলে আমি নিশ্চিতভাবে আশা রাখি।”
আগামী মার্চ থেকে ম্যানচেস্টার–সিলেট রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সিদ্ধান্ত ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও পরে এক মাস পিছিয়ে দেয় বিমানের পরিচালনা পর্ষদ।
ম্যানচেস্টার-সিলেট রুটে বিমানের ফ্লাইট পুনর্বহাল করতে ডিজিটাল প্লাটফর্ম ‘চেঞ্জ’-এ স্বাক্ষর সংগ্রহ করছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্লাটফর্ম ‘সেইভ ম্যানচেস্টার টু সিলেট রুট’।
ফেইসবুকে তারা লিখেছে, তাদের প্রচারণার পক্ষে ২৫ জন এমপি সমর্থন জানিয়েছেন এবং খুব শিগগিরই আরও অনেকে এতে যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: বিডি নিউজ