দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, এটা ইসলামে নাই: ফখরুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে প্রশ্রয় না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় নির্বাচনি গণসংযোগে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটা দল ওরা আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করার জন্য বলতেছে- দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে! আমার ইসলাম ধর্মে কোথাও এটা বলা নাই। আমল যে করবে, আল্লাহর নির্দেশে কাজ যে করবে সেই বেহেশতে যেতে পারবে, অন্য কেউ বেহেশতে যেতে পারবে না। অন্য কথা যারা বলে তারা সঠিক বলে না।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের আনন্দ যে, আমরা আজকে হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করতেছি, আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। খুব পরিষ্কার কথা। এজন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে, স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে- ‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট’। এটা খুব ভাল একটা স্লোগান।

মির্জা ফখরুল বলেন, আরেকটা কথা পরিষ্কার, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য। লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম চলে গেছে; এই দেশটার জন্য, এই বাংলাদেশের জন্য। সেই সময় এই দলটা (জামায়াত) ওই পাকিস্তানকে সাহায্য করেছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ভুলবেন না।

তিনি বলেন, সুতরাং ওই দলকে (জামায়াত) বিশ্বাস করা যায় না। যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করে নাই। এখন মাফও চায় না একদিনের জন্য, ক্ষমাও চায় নাই। সুতরাং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না।

এ সময় বিএনপি নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আমি আপনাদের এতটুকু বলতে পারি, আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন। আর নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা আলমগীর বলতেছি, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় আমি হব, আমার দলের লোকেরা হবে। আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব।

বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের লোক, আপনাদের জন্য কথা বলছি, লড়াই করছি এবং সংগ্রাম করছি। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৫ বছর কষ্ট করেছি। আমি ১১৭টা মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গেছি এবং সাড়ে তিন বছর জেল খেটেছি। তার জন্য আমার কোনো দুঃখ নাই। আমরা যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, দেশটাকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে এটাতেই আমাদের আনন্দ।

১২ ফেব্রুয়ারি ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বক্তব্য দেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh