ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ৬:৪১ অপরাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৩৮ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১২ টাকা ৪৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ৭৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিআপিএস) ছিল ৫৬ টাকা ৭৪ পয়সা।

আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর, সোমবার।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh