সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ৩:০৪ অপরাহ্ণ

তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজিবাজার আউটার এলাকায় এ বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।

রোববারের এ দুর্ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে, দুপুর সোয়া ১২টার দিকে লাইনচ্যুতের ঘটনায় এখনো চলাচল স্বাভাবিক হয়নি। ঘটনাস্থলে মেরামত কাজ করছেন কর্তৃপক্ষ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ের থানার ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়েই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ এলাকার সাথে যোগাযাগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শাহজিবাজার স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। তিনি বলেন, শাহজিবাজার রেলস্টেশন এলাকার কাছাকাছি পৌছানোর পর হঠাৎ ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন মাস্টার আরো জানান, আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানো পর উদ্ধার কাজ শুরু হবে।

এদিকে, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে মাটি তেল পড়ায় স্থানীয়রা তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh