১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক,

  • প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১:২৫ অপরাহ্ণ

আগামী বছরের শুরুতেই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি। এটি হবে মি ১০আই। ৫ জানুয়ারি চীনের বাজারে ফোনটি অবমুক্ত করা হবে।

জানা গেছে, নতুন মি ১০ আই ফোনটি রেডমি নোট ৯ প্রো ৫জি ফোনের আপগ্রেডেড ভার্সন। তবে, এই ফোনটির বিস্তারিত কিছু স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

শাওমির পক্ষে যে টিজার লঞ্চ করা হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে- কোয়াড-রেয়ার ক্যামেরায় আসছে ফোনটি। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে ফোনটিতে।

পাশাপাশি, এটি যে মি ১০ ফ্যামিলির ফোন, সেটিও ভালো ভাবেই বোঝানো হয়েছে। টিজারটির ক্যাপশনে লেখা, হ্যাশট্যাগ পারফেক্ট ১০। তার পরই কী আসতে চলেছে ৫ তারিখ তা অনুমান করতে বলা হয়েছে। যারা সঠিক অনুমান করতে পারবেন, তাদের মধ্যে ১০ জন লাকি উইনার পেয়ে যাবেন গিফট। ক্যাপশনে এও বলা হয়, এই সংক্রান্ত হিন্ট ভিডিওতে দেওয়া আছে।

মি ১০ সিরিজের পাশাপাশি বছর শেষে, ২৮ ডিসেম্বর মি ১১ সিরিজও চীনে অবমুক্ত করা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এত কিছুর ফলে ধরে নেওয়া হচ্ছে, যে ফোনটি লঞ্চ হতে চলেছে সেটিও ১০ সিরিজেরই একটি ফোন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh