সন্তানের জন্য চলন্ত ট্রেন থেকে মায়ের লাফ

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ

ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যেতে শিশুপুত্রকে নিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিলেন মা। ট্রেন স্টেশনে আসলে ওঠেন পড়েন মা। উঠতে পারেনি ১১ বছর বয়সী প্রিয়পুত্র। চলতে শুরু করা ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে দেখে কিংকর্তব্যবিমুঢ় মা লাফিয়ে পড়েন ট্রেন থেকে। আহত হন গুরুতর।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে এমন ঘটনা ঘটে। ট্রেন থেকে লাফ দেওয়া ওই নারীর নাম শারমিন আক্তার মিতু। তিনি বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ গণমাধ্যমকে বলেন, আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল করিম বলেন, ট্রেন থেকে পড়ে ওই নারীর হাত, পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh