টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ

লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কে মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গঙ্গাচড়া উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকেন। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। অপর যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh