শর্ত সাপেক্ষে টেলিগ্রাম সিইও পাভেলকে জামিন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ

শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সারাবিশ্বে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের নির্বাহী প্রধান (সিইও) পাভেল দুরভে। বুধবার তার জামিন মঞ্জুর করেন ফরাসি আদালত।

পাভেল দুরভকে ৫০ লাখ ইউরো জরিমানার শর্তে জামিন দেওয়া হয়। তা ছাড়া তাকে সপ্তাহে দুবার থানায় হাজিরা দিতে হবে এবং তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না।

এদিকে টেলিগ্রামে সংগঠিত অপরাধের তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা বলছেন, তাকে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করে ফ্রান্স পুলিশ। ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ানের প্রতিবেদেন বলা হয়, পাভেল দুরভ নিজ বিমানে করে শনিবার সন্ধ্যায় প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে গ্রেপ্তার করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh