বেনাপোল সীমান্তে ৯ কেজি ২শ’ গ্রাম স্বর্নসহ মহিলা আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১১:৩৩ অপরাহ্ণ

বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । আটক নারী সীমান্তের সাদিপুর গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী।

শুক্রবার (২৮ আগষ্ট) রাত ১০ টার সময় তার নিজ বাড়ি থেকে সোনার বারসহ আটক করা হয়।

বিজিবি জানায়, গোপনে একটি খবর আসে সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারী স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চালিয়ে ৯ কেজি ২শ’ ওজনের ৫৭ পিস সোনার বারসহ বানেছাকে হাতেনাতে আটক করা হয় । যার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বলে বিজিবি জানিযেছেন।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা সোনারবার সহ বানেছা নামে একজন নারী স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...