দেশে করোনায় মৃত্যু বেড়েছে : কমেছে শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ৪:১৭ অপরাহ্ণ

দেশে হঠাৎ বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু। তবে কমেছে শনাক্ত। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোভিড-১৯ পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২৭ জন।

সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮২৭ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন হলো। আর গত একদিনে মারা যাওয়া ৪১ জনকে নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৫৯৩ জনে দাঁড়াল।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৯৯৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...