রিয়ার জামিন আবেদন খারিজ করলো সেশন কোর্ট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ অপরাহ্ণ

রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিকসহ ৬ জনের জামিনের আবেদন খারিজ করলো সেশন কোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশেষ এডিপিএস আদালতে শুনানি হয়েছিল রিয়াসহ বাকি ছয়জনের জামিনের জন্য। রায় সংরক্ষিত রেখেছিল আদালত। আজ দুপুর ১২টায় সেশন কোর্ট জানিয়ে দিল রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী, আবদুল বাসিত, জায়েদ ভিলাট্রা, দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়েল মিরান্ডার জামিন হচ্ছে না। কী কারণে খারিজ হয়েছে এই আবেদন, তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি আদালত। এই রায়ের জেরে আপাতত বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে রিয়াকে। মানে, জেল থেকে মুক্তি পাচ্ছেন না অভিনেত্রী। সেশন কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ায় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন রিয়া ও শৌভিকের আইনজীবী সতীশ মানেসিন্ধে।

উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বাকি চার অভিযুক্তের আইনজীবীও। মানেসিন্ধে জানান, রায়ের কপি হাতে পেলে আমরা আগামী সপ্তাহে মুম্বাই হাইকোর্টের সামনে জামিনের আবেদন জানাবো। এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয় সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। জামিনের আবদনে সতীশ মানেসিন্ধে জানান তার মক্কেল ‘নির্দোষ’ এবং ২৮ বছরের এই অভিনেত্রীকে এই মামলায় অযথায় ফাঁসানো হচ্ছে। রিয়া কোনো রকম অপরাধ করেননি।

 

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...