যখন আমি নেই

সাহিত্য পাতা,

  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১:৪৬ পূর্বাহ্ণ

যখন আমি নেই

রুমী হক

হাত বাড়িয়ে পাবে না যখন
হ্রদ যদি কাঁপে তখন
হেঁটে হেঁটে গিয়ে দেখ তো
কোন কিষাণ করেছে বীজ বপন ।

হাত বাড়িয়ে পাবে না আমায়
বল তো তখন করবে কি ?
আরে, দু চোখ মেলে দেখবে যেথায়
আছি আমি ফুল পাতায় ।

নাই বা আমায় পেলে পাশে
হয়েছে বলো তাতে কি ?
ঐ দেখো যে শালিক উড়ে
ডানায় বসা তো আমিই ।

আর যখন মন বলবে কথা
খুঁজবে আমায় যথা তথা
হন্য হয়ে ছুটবে কি তখন ?
ডাকবে ঐ মাঠে, ফুল পাতা ।

থাকবো আড়াল একটু এই
পাবে তুমি মন দুয়ারে
আছি আমি দাঁড়িয়ে যে

পাহাড় চুড়ায় একটু যেও থাকবো তোমার প্রান জুড়ে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...