রুশনারা আলীর অফিস উড়িয়ে দেয়ার হুমকিদাতার বিচারের রায় আগামী শুক্রবার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১:৩৯ পূর্বাহ্ণ

প্রথম বাঙালি এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেয়া ও তাকে গালি দিয়ে ২৯০ টি মেসেজ দেয়ার অপরাধে বিচারের শুনানি হয়েছে হোসেন শাহ নাম এক যুবকের।

ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, স্নেয়ারস ব্রোক ক্রাউন কোর্টে এই যুবকের বিরুদ্ধে মামলার শুনানি হয়েছে এবং আগামী সপ্তাহে এই যুবকের বিরুদ্ধে রায় হবে। এই অপরাধে যুবকের ১৮ মাসের জেল হতে পারে।
বেথনাল গ্রীন ও বো এলাকার এমপি এই যুবকের ভয়ে সর্বদা আতঙ্কে থাকতেন। ৪১ বছরের যুবক রুশনারা আলী এমপির সংস্পর্শে প্রথম আসেন একটি হাউজিং সমস্যা নিয়ে।

এই যুবক ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়া পর্যন্ত এমপিকে ২৯০টি মেসেজ পাঠায়। কোর্টে আরও জানানো হয় সে একবার হ্যান্ডগান নিয়ে এমপির অফিসে যায় তাকে নিহত এমপি জো কক্সের মত উপর আক্রমণ করতে। সে আদালতে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে। আগামী শুক্রবারে তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...