সন্ধ্যার পর ‘ইয়াং’ ছেলে–মেয়ে বাইরে থাকতে পারবে না

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা ও করোনা পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৭টার পর কোনো ইয়াং ছেলে-মেয়ে ও শিক্ষার্থী বাড়ির বাইরে যেতে পারবে না। একান্ত প্রয়োজন হলে অভিভাবককে সাথে নিয়ে যেতে হবে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে শহর-গ্রামের দোকান বন্ধ করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) রহিমা খাতুন এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমাস অবস্থা বিবেচনায় আমরা এই সব সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও গত মাসে আইনশৃঙ্খলা সভায় নারী নির্যাতন, কিশোর গ্যাংসহ জেলার নানা বিষয়ে আলোচনা করা হয়। ওই আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, অভিভাবক ছাড়া কোনো শিক্ষার্থী সন্ধ্যা সাতটার পর বাইরে থাকতে পারবে না।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...