ডায়ানা প্রসঙ্গে নেটফ্লিক্স সিরিজ নিয়ে ব্রিটিশ সরকারের ‘আপত্তি’

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ

Actors Emma Corrin and Josh O’Connor film as Princess Diana and Prince Charles arriving at the Royal Opera house on Prince Charles birthday for hit Netflix series ‘The Crown’ in London, England.
Pictured: Emma Corrin
Ref: SPL5153554 020320 NON-EXCLUSIVE
Picture by: Dean / SplashNews.com
Splash News and Pictures
Los Angeles: 310-821-2666
New York: 212-619-2666
London: +44 (0)20 7644 7656
Berlin: +49 175 3764 166
photodesk@splashnews.com
World Rights,

নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ক্রাউন’ নিয়ে এত দিন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। তবে চতুর্থ সিজনে এসে বলা হচ্ছে, সিরিজটির আগে ‘ফিকশন’ শব্দটি বসাতে হবে।

যতই বাস্তব চরিত্র নিয়ে তৈরি হোক, এটি একটি কাল্পনিক সিরিজ বলে দর্শকদের জানাতে হবে নির্মাতাদের।

সম্প্রতি ই-মেইল মাধ্যমে ব্রিটেনের সেক্রেটারি ফর স্টেট অ্যান্ড কালচার অলিভার ডাউডেন এই কথা জানান।

সেখানে বলা হয়েছে, ‘‘এটি খুব সুন্দর কাল্পনিক সিরিজ। যেভাবে অন্যান্য শো ‘ফিকশন’ বলে দেওয়া হয়, ‘দ্য ক্রাউন’-এর আগেও তা দিতে হবে।”

চতুর্থ সিজনে যুবরাজ চার্লস ও ডায়ানার বিয়ে এবং তাদের সম্পর্কের জটিলতা দেখানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের একাংশের বক্তব্য, চার্লস-ডায়ানার বিয়েতে রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকা এবং চার্লসকে নেতিবাচক দৃষ্টিতে দেখানো নিয়েই মূল আপত্তি।

‘দ্য ক্রাউন’-এর স্রষ্টা পিটার মরগ্যান সিরিজের শুরু থেকেই অনেক কিছু নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন। চতুর্থ পর্বেও তিনি সিনেমাটিক লাইসেন্স নিয়েছেন। কোথায় তিনি সত্যনিষ্ঠ থেকেছেন আর কোথায় কল্পনার আশ্রয় নিয়েছেন, তা নিয়ে ব্রিটিশ মিডিয়া এই ক’দিন চুলচেরা বিশ্লেষণ করেছে।

তবে গোটা বিষয়টি নিয়ে রাজপরিবারের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...