বিনামূল্যে ইংরেজি শেখানোর উদ্যোগ…..

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০, ১১:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট বিনামূল্যে ইংরেজি শেখানের উদ্যোগ নিয়েছে। জানা গেছে, যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ও গণমাধ্যম সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য বিনামূল্যে অনলাইন কোর্সের আয়োজন করেছে।

২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত এই কোর্সে নিবন্ধন করা যাবে। যে কেউ নিবন্ধন করে এই কোর্সে অংশ নিতে পারবে। কোর্সটিতে নিবন্ধন করতে চাইলে https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy এ ঢুকে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।

বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া উৎসাহিত করতে ‘সংবাদমাধ্যম সম্পর্কে জ্ঞান বাড়াতে ইংরেজি’ শীর্ষক এই কোর্সটি এ বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্র মিশনের সহায়তাপ্রাপ্ত কর্মসূচিগুলোর অন্যতম।

এক বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, নিবন্ধনের পর কোর্সে অংশ নিতে দিন বা রাত যে কোনো সময় লগইন করতে পারবেন অংশগ্রহণকারীরা। কোর্সের সবগুলো পাঠ অবশ্যই ২৯ মার্চের মধ্যে শেষ করতে হবে। ৭০ শতাংশ বা তার বেশি স্কোর নিয়ে নির্ধারিত কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদ পাবেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...