মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১:৫৩ পূর্বাহ্ণ

পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে জরিমানা করেছে দেশটির আদালত। স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) কুয়ালালামপুরের সেশন কোর্টে বাংলাদেশি নাগরিক মো. রানা আহমেদকে (৩৭) অভিযুক্ত করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, দেশটিতে অবৈধ থাকা ৮ বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত অথবা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা ছাড়াই আট বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এন্ট্রি পয়েন্ট কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত অভিবাসন বিভাগের কর্মকর্তাকে সাড়ে আট হাজার মালয় রিঙ্গিত (যা বাংলাদেশি মুদ্রায় দেড় লক্ষ টাকা) ঘুষ প্রস্তাব করে।

এর আগে ১৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পুত্রাজায়ার জালান পি৮জিওয়ান ৮ নাম্বার এলাকার একটি রেস্টুরেন্টের সামনে একটি গাড়িতে এই অপরাধ সংঘটিত হয়।

গ্রেফতারকৃত বাংলাদেশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৯ আইনের ৬৯৪ ধারা ও সেকশন ২৪-এর অধীনে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, ১০ হাজার মালয় রিঙ্গিতের মুচলেকায় আগামী সোমবার ধার্য তারিখ পর্যন্ত রানা আহমদের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ সময় আদালত ৭ ডিসেম্বর একজন দোভাষীকে রাখতে বলেন।

মামলা সূত্রে জানা যায়, তার অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...