সিলেটের সবজির বাজারে স্বস্তি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ৬:০৯ পূর্বাহ্ণ

অবশেষে স্বস্তি ফিরছে সিলেটের সবজির বাজারগুলোতে। নানা রকম শীতকালীন সবজিতে ভরে গেছে নগরীর বাজারগুলো। গেল সপ্তাহের থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে কিছু সবজির দাম। দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারাও কিনছেন খুশিমনে।
শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন সবজি হিসেবে একটি মাঝারি সাইজের ফুল কপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। যা গেল সপ্তাহে বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। প্রায় একই দামে বিক্রি হচ্ছে বাধা কপি। দাম অর্ধেকে নেমে এসেছে বেগুনের। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি। গোল বেগুন ৪০-৫০ টাকা। এছাড়াও শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, মূলা ১৫-২০ টাকা, পেঁপের ২০-৩০ টাকা, করল্লা ৫০-৬০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
এদিকে সপ্তাহের ব্যাবধানে নতুন আলুর দাম নেমেছে প্রায় অর্ধেকে। গেল সপ্তাহে প্রতিকেজি ৮০-৯০ টাকা বিক্রি হওয়া আলু শুক্রবার বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। পুরনো আলু ২৫-৩০ টাকা।
বাজার ঘুরে দেখা যায়, ঢেঁড়সের কেজি ৪০-৫০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। তবে বাজারে দোকানের তুলনায় ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
অপরদিকে মাস তিনেক আগেও যে কাঁচামরিচ ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেই মরিচের দাম এখন মাত্র ৩০ টাকা। রাতে নগরীর ফুটপাতে ২০ টাকা কেজি ধরেও বিক্রি হচ্ছে কাঁচামরিচ। যেখানে কয়েক মাস আগে মানুষ একশ গ্রাম মরিচ কিনতে পারত না সেখানে এখন দোকানিরাই জোর করে এক কেজি মরিচ দিয়ে দিচ্ছেন।
সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১২০-১৩০ টাকায়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...