‘নাটু নাটু’ গানের অস্কার জয়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১:৪৮ অপরাহ্ণ

গোল্ডেন গ্লোবের পর এবার ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ জিতে নিলো চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় স্বীকৃতি অস্কার পুরস্কার।এবার এই তেলুগু গান লাইভ পারফর্ম করা হবে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে।

সোমবার (১৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসছে অস্কারের আসর। সেখানেই এমএম কিরাবাণীর সুর করা এবং চন্দ্র বোসের লেখা এই গান গাইবেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ।

‘গোল্ডেন গ্লোব’ জয়ের পর থেকেই এই গান নিয়ে আশায় বুক বেঁধেছিল গোটা ভারত, নিরাশ করল না আরআরআর টিম।

‘আরআরআর’ ছবিতে এই গানে জুনিয়র এনটিআর এবং রামচরণকে ফাটিয়ে নাচতে দেখা গিয়েছে। এম এম কিরাবাণীর সুর করা এই গানটি গেয়েছেন কালা ভৈরব, এবং রাহুল সিপলিগঞ্জ। গানের কথা লিখেছেন চন্দ্র বোস।

এই সম্পর্কিত আরও খবর...