সব
স্বদেশ বিদেশ ডট কম
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ শনিবার বিকেলে নগরীর রাজার গল্লি সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতনা এর বাসভবনে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সিসিক কাউন্সলর এডভোকেট সালমা সুলতানা, সাবেক সভাপতি আলহাজ¦ সালমা বাসিত, সিনিয়র সহসভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মাধুরী গুণ, আছিয়া শিকদার, সাজেদা পারভীন, জাহানারা খানম মিলন, রোকেয়া আক্তার চৌধুরী, এডভোকেট রাশিদা সাঈদা খানম, এডভোকেট সাবানা ইসলাম, শামীমা আক্তার ঝিনু, অঞ্জনা সরকার, বীনা রানী তালুকদার, কৈইতুননেছা, মিলন বেগম, নুরুন্নাহার, লিপি রানী বনিক, সুকরানা বেগম, শেলী রানী দেব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Developed by:
Helpline : +88 01712 88 65 03