সব
বিনোদন ডেস্ক,
মন খারাপের খবর সহজেই যাচ্ছে না এই করোনাকালে। বলিউডে একের পর এক অনেক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার করোনা হানা দিয়েছে দিলীপ কুমারের বাড়িতে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ট্রাজেডি কিং’ দিলীপ কুমারের দুই ছোট ভাই এহসান খান ও আসলাম খান।
বর্তমানে তারা অবস্থান করছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। এই সকল তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালটির চিকিৎসক জলিল পার্কার। দিন কয়েক আগে সঞ্জয় দত্তেরও চিকিৎসা কার্যক্রম পরিচলনা করেছেন তিনি।
৯০ এবং ৮৭ বছর বয়সী দিলীপের দুই ভাই এহসান খান এবং আসলাম খান। দুজনেরই রয়েছে রক্তচাপের মতো কম্বারবডিটি সমস্যা। তাদের মধ্যে একজন পার্কিনসন সিনড্রোমেও আক্রান্ত। বয়স ও শারীরিক পরিস্থিতি বিবেচনা করে দুজনকেই নেয়া হয়েছে ভেন্টিলেশনে। আশা করা যাচ্ছে বাড়তি কোনো সমস্যা দেখা না দিলে দ্রুত সেরে উঠবেন তারা।
এদিকে দুই ভাইয়ের করোনা আক্রান্ত হওয়ায় দিলীপ কুমারের প্রতি বাড়তি সচেতনতা অবলম্বন করা হচ্ছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03