সব
বিনোদন ডেস্ক,
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। নানা বিতর্কের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি হলেও আপন স্ব-মহিমায় এগিয়ে চলেছেন তিনি। মডেলিং, অভিনয় দিয়ে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যস্ত তিনি। এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এভ্রিল।
এবার পর্দার জন্য গান গাইবেন তিনি। ইভান মনোয়ারের ওয়েব ফিল্ম ‘হেলেন অব ট্রয় ৩’-এ অভিনয় করছেন এভ্রিল। এই ওয়েব ফিল্মের একটি গানে কণ্ঠও দেবেন তিনি।
এ বিষয়ে এভ্রিল বলেন, ছবিতে আমি শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি। উঠতে বসতে আমি প্রায়ই গুনগুন করে গান করি। কণ্ঠ শুনে পরিচালকের পছন্দ হয় এবং ছবিতে গাওয়ার প্রস্তাব দেন। এর মধ্যে গানটির সুর ও সংগীতায়োজনের কাজ সম্পন্ন হয়েছে, এ সপ্তাহেই আমার কণ্ঠ রেকর্ড করা হবে। ‘মন মানে নার রাত’ শিরোনামের গানটি একটু জ্যাজ ঘরানার। শুনতে ভালো লাগবে দর্শকের। পর্দায় আমিই ঠোঁট মেলাব।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘হেলেন অব ট্রয় ৩’র শুটিং শুরু হবে ২৬ আগস্ট থেকে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মে এভ্রিলের বিপরীতে অভিনয় করবেন এ কে আজাদ আদর।
Developed by: Helpline : +88 01712 88 65 03