স্পেনে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ৪:৪৬ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে স্পেনে হারুন উর রশিদ (৫৭) নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সেভিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি।

হারুন উর রশিদের গ্রামের বাড়ি ঢাকার নারায়নগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে স্পেনের মাদ্রিদে সপরিবারে বসবাস করছিলেন। মাদ্রিদে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বায়তুল মোকাররম জামে মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন।

জানা যায়, গত ১ আগস্ট হারুন উর রশিদ তার ছোট ভাই আরিফের ব্যবসাপ্রতিষ্ঠান দেখাশোনার জন্য সেভিয়া প্রদেশে গিয়েছিলেন। ৩ অগাস্ট সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ-তে নেওয়া হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

স্পেনে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ হারুন এর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

করোনায় স্পেনে এখন পর্যন্ত ৫ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০জন, বার্সেলোনায় ২১ জন এবং ভায়াদোলিদসহ অন্যানো শহরে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন বলে কমিউনিটি সূত্রগুলো জানিয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...