সব
বিনোদন ডেস্ক,
বাংলাদেশের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত অভিনয় শিল্পী এটিএম জালাল উদ্দীন (৬৫) মারা গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের কানাইখালীস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটিএম জালাল উদ্দীনের মেয়ে জামাই আনিস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি স্ত্রী, এক কন্যা, জামাতা, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এটিএম জালাল উদ্দীন দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
এটিএম জালাল উদ্দীন একাধারে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও মঞ্চ নাটকের খ্যাতিমান অভিনেতা ও নাটোর শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক ছিলেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03