সব
স্বদেশ বিদেশ ডট কম
টলিউডের নির্মাতা শিলাদিত্য মৌলিকের ‘ছেলেধরা’ শিরোনামে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে তাকে মায়ের চরিত্রে দেখা যাবে।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। একজন মাদকাসক্ত মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।
নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির গল্প গড়ে উঠেছে অপহরণকে কেন্দ্র করে। একটি অপহরণের গল্পে মানুষের জীবন কীভাবে আবর্তিত হয় আর তাদের ব্যক্তিগত দুর্বলতা কতটা মানুষের সামনে উঠে আসে, সেই চিত্রটা তুলে ধরা হয়েছে।
জয়া আহসান জানিয়েছেন, সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে অক্টোবরের শুরুতেই তিনি সড়কপথে কলকাতায় যাচ্ছেন।
এর আগে নির্মাতা শিলাদিত্য মৌলিক ‘সোয়েটার’ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন। এই পরিচালকের মুক্তির অপেক্ষায় আছে ‘হৃদপিণ্ড’ শিরোনামের একটি সিনেমা।
Developed by: Helpline : +88 01712 88 65 03