সব
স্বদেশ বিদেশ ডট কম
পাঁচ মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে কোনও ছবির শুটের জন্য নয়, বিজ্ঞাপনের জন্য। এই পরিস্থিতিতে একে একে সব বড় তারকাই ফিরতে শুরু করেছেন শুটিং ফ্লোরে। করোনা থেকে সুস্থ হয়ে অমিতাভ বচ্চন যেমন ফিরেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে, তেমনই অক্ষয় কুমার ও আমির খান ছবির শুটিংয়ের জন্য পাড়ি দিয়েছেন বিদেশে। সে দিক থেকে দেখলে, রণবীর সিং হাতে সময় নিয়েই সেটে ফিরলেন। তার বড় প্রজেক্ট ‘এইটিথ্রি’ করোনার কারণেই সিনেমা হলে রিলিজ় হতে পারেনি। দীপাবলি উপলক্ষে সে ছবির মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও অবধি করা হয়নি।
Developed by: Helpline : +88 01712 88 65 03